Header Ads

Header ADS

মা-বাবারা সন্তানকে কি শিখাচ্ছেন?


যেভাবেই হোক, সেরা হওয়া চাই!!!!
‘‘ভালো মানুষ’’ না ‘‘সফল মানুষ’’

 আমি  বেশি কিছু চাইনা,  আমি চাই আমার সন্তান যেন একজন ‘‘ভালো মানুষ’’ হয়। 
 অভিভাবকরা মুখে একথা বললেও নানাভাবে অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিচ্ছেন।
 ফলে,  সফলতা নামক দৈত্যটি সন্তানের মনোজগৎ দাপিয়ে বেড়াচ্ছে । এতে হয়তো তারা আপাতত সফল হয়।  কিন্তু নৈতিক বিশ্বাসে ফাটল ধরে।

মা-বাবারা সন্তানকে কি শিখাচ্ছেন?  

  • প্রাক স্কুল পর্যায় থেকেই  সন্তান দেখে স্কুলে ভর্তির জন্য মা বাবা তার জন্ম সনদ বয়স কম বেশি করে দিয়েছেন। একটি আসল অন্যটি ভুয়া/  জাল জন্ম সাল। অনৈতিক দর্শন নিয়ে তার স্কুল জীবন শুরু হয়। 
  •  ভর্তি  যুদ্ধে মেধা,  পড়ালেখা ও পারফরম্যান্সের  চেয়ে মা-বাবার কানেকশন, তদবির  আর ডোনেশনের গুরুত্ব বেশি।
  •  রাস্তায় দেখে মা-বাবারা গাড়িচালককে উল্টো দিকে গাড়ি চালাতে উৎসাহিত করছে। 
  • প্রায়ই দেখে মা বাবা লাইন ভেঙ্গে সামনে যাচ্ছে। বিভিন্ন পরীক্ষার ফাঁসকৃত প্রশ্ন সমাধান করছে । 
  • সেরা গায়ক,  সেরা ভাষাবিদ,  সেরা অংকবিদ হওয়ার জন্য তদবির করছে। 

এর ফল কি হয়?
.  মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট হয়।
.  উদ্দেশ্য হাসিলের অনৈতিক উপায় গুলো দেখতে দেখতে অনৈতিকতাকে বৈধতা দেওয়ার যুক্তি তৈরি  হয়।      ক. অসৎ নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে
      খ.  অপরাধের সাথে যুক্ত হতে পারে
.  নিজের বিশ্বাস ও ও নৈতিকতার মূল ধারণার সঙ্গে বাস্তবতার সংঘাত  ঘটে।
.  স্বার্থপর নাগরিক হিসেবে বেড়ে ওঠে।
.  মেধা ও দক্ষতা নিত্যান্ত তার কাছে খেলো মনে হয়।
. সফল হওয়ার অনৈতিক উপায় গুলো কে জীবনের মহো হিসেবে মনে করে।
.  ব্যর্থতাকে মেনে নিতে পারে না।











No comments

Powered by Blogger.