সাফল্যেরে ১০ সূত্র!!
সাফল্যেরে ১০ সূত্র!! 10 Formula of Success!!
১. স্বপ্নের সঙ্গে হাঁটুন:
আপনি কখনই সফল হতে পারবেন
না, যদি আপনি আপনার কাজকে না ভালোবাসেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন
ভালোবাসার কাজটি করার রোমাঞ্চ নিয়ে। “যারা ভালোবাসার কাজটি নিয়ে সময় পার করে, তারা
তাদের জীবনটা সবচেয়ে বেশি উপভোগ করে।
তাদেরই মূলত সাহস আছে স্বপ্নের
পেছনে হাটার এবং ঝুকি নেওয়ার।
২. ভালো কাজ করুন:
আপনি যদি মানুষের জন্য ভালো
কিছু করতে না পারেন তবে নিজের ব্যবসা বা কাজেও কিছু করা সম্ভব হবে না। এটা শুধু ব্যক্তি
জীবনের ক্ষেত্রে নয়, নিজের প্রতিষ্ঠানের জন্যও একই বিষয়টি প্রযোজ্য। একটি কিনলে একটি
ফ্রি। একজোড়া কিনে আরেক জোড়া দান করুন।
৩. আস্থা রাখুন:
আপনি যদি আপনার আইডিয়া নিয়ে
গর্বিত হতে না পারেন কিংবা আপনার পরিকল্পনা বিশ্বাস করতে না পারেন, তবে অন্য কেউ আপনার
আইডিয়াকে সমর্থন করবে, বিশ্বাস করবে? এমন কোনো প্রতিষ্ঠান আপনি তৈরি করবেন না যেটি
আপনি ভালোবাসেন না কিংবা যার প্রতি আপনার আগ্রহ নেই।
৪. আনন্দে থাকুন:
আনন্দ করা বা আনন্দে থাকা হচ্ছে
যেকোনো সফল ব্যক্তি বা ব্যবসায়ীর অন্যতম নিয়ামক।
৫. হতাশা নয়:
নতুন কোনো ব্যবসা শুরু, বেলুনে
করে বিশ্ব ভ্রমণ কিংবা নৌকায় করে সাগর পাড়ি-রোমাঞ্চকর যেকোনো ক্ষেত্রেই এমন কিছু মূহুর্ত
আসে যা হতাশ করে দিতে পারে। এসব মূহুর্তে লড়াই করতে হবে।
অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ সাফল্য
বিষয়ক গবেষণায় সাফল্যের একটি সূত্র খুজে পেয়েছেন-“যেকোনো সাফল্যের জন্য একাগ্রতার সঙ্গে
কাজ করতে হবে। পরিশ্রম ছাড়া আপনার প্রতিভা কিছুই না।
৬. নতুন চ্যালেঞ্জ নিন:
“ভাবনাগুলো যদি লিখে না রাখেন,
সকাল না হতেই সেগুলো মাথা খেকে হারিয়ে যাবে বা যেতে পারে। ব্যবসা বা কাজ আরও সমৃদ্ধ
করার জন্য যখনই মাথায় কোনো নতুন ভাবনা আসে সেটা লিখে রাখবেন। ভাবনাটা ছোট হোক বড় হোক
লিখে ফেলুন।
৭. প্রতিনিধি তৈরি করুন:
“যে কাজ আপনি করতে পারেন না,
সেটার জন্য জুতসই একটা লোক খুজে পেলে আপনার কাজ সহজ হয়ে যায়। তখন আপনি ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে পারেন।’’ –এ্যানসন
কাজটা আপনার চেয়ে ভালো
আর কেউ করতে পারে না এটা একধরণের মূর্খতা। পৃথিবীটা মেধাবী লোকে ভরপুর। এটা ভাববেন
না যে আপনি হাত না দিলে কাজটা ঠিকমত হবে না। যারা আপনার সঙ্গে কাজ করে তাদের উপর
ভরসা রাখুন।
৮. দলের অভিভাবক হোন:
-আপনার পাশাপাশি আপনার দলের
সাফল্যও গুরুত্বপূর্ণ।
-দলের সদস্যদের সৃজনশীল ভাবনাগুলোকে স্বাগত জানান।
-আপনার কর্মীরা যদি আনন্দের
সঙ্গে কাজ করতে পারে এবং একে অপরকে সাহায্য করতে পারে, তবেই আপনি তাদের কাছ থেকে ভালো
কাজ পাবেন। এমন কর্মী খুঁজে বের করুন, যারা অন্যদের থেকে পরিশ্রমী।
-কর্মীদের বেশি সমালোচনা করা
থেকে বিরত থেকে বরং তাদের ভালোবাসুন। তারা যে কাজটি করে সেটিও ভালোবাসুন।
৯. বিরতি দিন:
সাফল্য, রোমাঞ্চ নিজে থেকে
এসেই আপনার হাতে ধরা দেবে না। আপনাকে খুঁজে বের করতে হবে।
”সাফল্যের জন্য অনুসন্ধান চালাতে
না পারলে সারাজীবন আপনাকে একটি পর্দার সামনে বসে কাটাতে হবে। প্রতিদিন একইভাবে টিভি
বা কম্পিউটার চালু কিংবা বন্ধ করতে করতেই জীবন শেষ হয়ে যাবে। কর্মময় জীবনে মাঝে মধ্যে
বিরতি দিন। এতে আপনি জীবনী শক্তি সঞ্চয় কেরতে পারবেন।
১০. কথায় কান দিবেন না:
যখন কেউ আপনার সম্পর্কে বাজে
কথা বলছে, তখন কিছু না বলে কাজ করুন। প্রমাণ করে দিন তিনি ভুল বলছে। সমালোচনা গ্রহণের
জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। আপনার সাফল্য অনেকেই বাঁকা চোখে দেখবে। এই সংকট
উত্তরণের সবচেয়ে ভালো উপায় হলো, এদের উপেক্ষা করা।
Thanks for this post
ReplyDelete